‘আমার স্বাস্থ্য ভালো নেই। আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।’ চলতি মাসের প্রথম দিন (১ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন বেজবাবা সুমন। বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককের সমিতিভেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুমন।
এর আগে সুমনের সহকারী রাজু আহমেদ জানিয়েছিলেন, সুমনের স্পাইনাল কর্ডের ব্যথা অনেক বেড়ে গেছে। তিনি যেহেতু আগে থেকেই জার্মানিতে চিকিৎসা নিচ্ছিলেন, এখনো সেখানে যাওয়া প্রয়োজন। কিন্তু মহামারি করোনার কারণে তিনি জার্মানিতে যেতে পারছেন না। তবু চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব তাকে সেখানে নেওয়ার।
বছর খানেক আগেই চিকিৎসকরা জানিয়েছেন, সুমনের অবস্থা নিয়ে তারা খুব একটা আশাবাদী নন। সার্জারি অসফল হলে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার। বিলম্ব হওয়ার কারণে সেই সম্ভাবনা আরও প্রবল হয়েছে।
প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’ এর প্রধান সুমন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে পাকস্থলীর একাংশ কেটে ফেলাসহ দশবারের বেশি অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ক্যানসার থেকে মুক্তি পান। এরপর ২০১৭ সালে আবার একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন বেজবাবা। যার ফলে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপর আরও বেশ কয়েকবার সার্জারি করা হয় তার শরীরে। এতসব ধকল সহ্য করেও জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন সুমন।