1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

অমিতাভ-জয়ার একসঙ্গে ৪৮ বছর

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৫ জুন, ২০২১

একসঙ্গে জীবনের অনেকটা সময় পার করে চলেছেন বলিউডের অন্যতম পরিচিত দম্পতি অমিতাভ বচ্চন ও তার সহধর্মিনী জয়া বচ্চন। তাদের বিয়ে ভেঙে গেছে এমন গুজবও অনেক রটেছে সোশ্যাল মিডিয়ায়। মাঝে এমনও শোনা গিয়েছিল যে রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছেন অমিতাভ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সহধর্মিণীর সঙ্গে বিয়ের সময় তোলা একটি ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান বিগ বি। তাদের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালের ৩ জুন।

তাদের বিয়ের সময়ে সিঁদুর দানের একটি মুহূর্ত ছবির সঙ্গে আরেকটি ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ। তার সেই পোস্টে কমেন্টও করেন অনেক বলিউড তারকারা। সবাই তাদেরকে এ দীর্ঘ একসঙ্গে জীবনের জন্য শুভেচ্ছা জানান।

অনেক কয়টি ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। তার মাঝে অন্যতম হিসেবে রয়েছে ‘জঞ্জির’, ‘শোলে’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’-র মতো ছবিগুলো। তাদের প্রথম সন্তান শ্বেতার জন্মের পরে অভিনয় জগত থেকে জয়া নিজেকে কিছুটা সরিয়ে রাখলেও শেষ ‘কাভি খুশি কাভি গম’ ও ‘কি অ্যান্ড কা’-তে দেখা যায় বলিউডের এ অনবদ্য জুটিকে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews