1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা!

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌম্যা শেঠ। গেলো ৫ বছর শোবিজের দুনিয়ায় তার উপস্থিতি নেই বললেই চলে। ২০১৭ সালে বিয়ের পর ক্যারিয়ারে ইতি টেনে সংসারে মনযোগী হন এই অভিনেত্রী। তবে দাম্পত্য কহলের জেরে চরম হতাশা ঘিরে ধরে সৌম্যাকে। এমনকি অন্তঃসত্ত্বা থাকাকালীন বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সৌম্যা বলেন, ‘২০১৭ সালে আমি বিয়ে করি। বিয়ের মাসখানেকের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এরপর আমি আত্মহত্যা করা রাস্তা খুঁজতে শুরু করি। এই ভাবনা আমার পিছু ধাওয়া করেছে, যতক্ষণ না পর্যন্ত আমার বাবা-মা ভার্জিনিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) গিয়ে পৌঁছেছিলেন। ওনারা গিয়ে আমাকে উদ্ধার করেন এবং প্রায় মৃত্যুমুখ থেকে ফেরান।‘

তিনি আরও বলেন, ‘আমার আজও মনে পড়ে সেই মুহূর্তের কথা, যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। আমার সারা দেহ ক্ষতবিক্ষত ছিল। আমি দিনের পর দিন না খেয়ে ছিলাম, যদিও আমি প্রেগন্যান্ট ছিলাম। প্রথমে আয়নার সামনে দাঁড়ানোর সাহস হয়নি, যখন দাঁড়ালাম মনে হল এই জীবন শেষ করে ফেলি।’

প্রসঙ্গত, ‘নভ্যা…নয়া ধড়কন, নয়া সওয়াল’ শিরোনামের তুমুল জনপ্রিয় ধারাবাহিকে ‘নভ্যা’ চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন সৌম্যা।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews